কানাডিয়ান এক মহিলা 2004 সালে বাগান করার সময় তার একটি আংটি হারিয়ে ফেলেন পরে কিছু সময় পর একটি গাজর এর মধ্য দিয়ে সেটি খুঁজে পান।
এরকম সৌভাগ্য কয়জনের হয় বলুন। এই স্টোরিটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের কোন কিছু হারিয়ে গেলে আমরা আমাদের আশেপাশের প্রতিবেশীদের দোষী করা শুরু করি। এই স্টোরিটা দেখার পর আশা করতেছি আপনি আর কাউকে দোষী করবেন না। দোষী করলেও হাতে প্রমাণ রেখে দোষী করবেন।
Ads -
একটা জিনিস খেয়াল করবেন। যখন আপনার কোন একটা কিছু হারিয়ে যায় তখন আপনার প্রতিবেশীরা আতঙ্কে থাকে।
কারণ - না জানি আপনি আবার তাদেরকে সন্দেহ করেন।